উদ্ভিদ বিজ্ঞান Full preparation
উদ্ভিদ
বিজ্ঞান
Be colured by the couler of Allah,Which couler
is better than Allhs
|
কনসেপ্ট
বিশ্ববিদ্যালয় ভর্তি গাইড
সূচীপত্র
ক্রম
|
বিষয়
|
পৃষ্টা
|
১
|
কোষ ও এর গঠন
|
|
২
|
কোষ বিভাজন
|
|
৩
|
কোষ রসায়ন
|
|
৪
|
অণুজীব
|
|
৫
|
শৈবাল ও ছত্রাক
|
|
৬
|
ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা
|
|
৭
|
নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ
|
|
৮
|
টিস্যু ও টিস্যুতন্ত্র
|
|
৯
|
উদ্ভিদ শরীরতত্ত্ব
|
|
১০
|
উদ্ভিদের প্রজনন
|
|
১
|
জীবপ্রযুক্তি
|
|
১২
|
জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষন
|
|
১৩
|
কিছু গুরুত্বপূর্ণ তথ্যাবলি
|
|
১৪
|
কিছু গুরুত্বপূর্ণ Abbreviation
|
|
১৫
|
বৈজ্ঞানিক নাম
|
|
১৬
|
বিভিন্ন অধ্যায়ের পার্থক্য
|
|
১৭
|
সব পার্থক্য
|
অধ্যায়
-১ (উদ্ভিদ কোষঃ গঠন কাজ)
Self-Evaluation
|
১।
মাইক্রোফাইব্রিলে কয়টি সেলুলোজ অনু থাকে?
(ক) প্রায় ২০০০
টি (খ) প্রায় ৩০০০ টি
(গ) ১০,০০০ টি (ঘ) ১০,৫০০ টি
২।
প্রোটোপ্লাজমকে জীবনের ভৌত ভিত্তি কে বলেন?
(ক) ডারউইন (খ) হ্যাক্সলী
(গ) মেন্ডেল (ঘ) ল্যামার্ক
৩। শুক্রানু গঠনে
সাহায্য করে কে?
(ক) প্লাস্টিড (খ) নিউক্লিয়াস
(গ) গলগি বডি (ঘ) কোষ প্রাচীর
৪। অধিকাংশ
ক্ষেত্রেই নিউক্লিয়াস দেখতে-
(ক) গোলাকার
(খ) আয়তাকার
(গ) দন্ডাকার (ঘ) সবগুলো
৫। নিউক্লিয়াসের
রাসায়নীক উপাদান কোনটি?
(ক) ক্রোমোসোম (খ) গলগি বস্তু
(গ) প্লাস্টিড (ঘ) নিউক্লিয়াস
৬। উদ্ভিদের বর্জ
পদার্থ-
(ক) এদের সরাসরি কাজে লাগে (খ) কাজে লাগেনা
(গ) কখনো প্রয়োজন
হয় (ঘ) জমা করে রাখে
৭। বংশগতি
বৈশিষ্ট্যের ধারক ও বাহক কোনটি?
(ক) ক্রোমোসোম (খ) গলগি বস্তু
(গ) প্লাস্টিড (ঘ) নিউক্লিয়াস
৮। কোষের কংকাল
কোনটি?
(ক)
মাইক্রোটিউবিউলস (খ) কোষ প্রাচীর
(গ) প্লাস্টিড (ঘ) রাইবোসোম
৯। কোষের প্রাণ
কেন্দ্র হলো-
(ক) কোষ প্রাচীর (খ) প্লাস্টিড
(গ) নিউক্লিয়াস (ঘ) মাইটোকন্ড্রিয়া
১০। সবুজ
অনুঘটকের আধার হলো-
(ক) নিউক্লিয়াস (খ) প্লাস্টিড
(গ)
ক্লোরোপ্লাস্ট (ঘ)
সাইটোপ্লাজম
১১। কোনটি
প্রটোপ্লাজমের বৈশিষ্ট্য নয়-
(ক) বর্নহীন (খ) স্বাদ হীন
(গ) আঠালো (ঘ) কঠিন
১২। প্রটোপ্লাজমে
পানির পরিমান কত?
(ক) প্রায় ৫০-৬০ (খ) প্রায়
৬৫-৭৫
(গ) প্রায় ৭৫-৯৫ (ঘ)
প্রায় ৬০-৮০
১৩।
প্রটোপ্লাজমের প্রধান ভাগ দুটি হচ্ছে-
(ক) নিউক্লিয়াস ও
সাইটোপ্লাজম
(খ) নিউক্লিয়াস ও প্লাস্টিড
(গ) ক্রোমোসোম ও সাইটোপ্লাজম
(ঘ) ক্রোমোসোম ও নিউক্লিয়াস
১৪। কোন কোষে
একাধিক নিউক্লিয়াস থাকে?
(ক) স্নায়ু কোষ (খ) জনন কোষ
(গ) পেশি কোষ (ঘ) রক্ত কণিকা
১৫। নিউক্লিয়াসের
অংশ নয় কোনটি?
(ক) ক্রোমাটিন
তন্তু (খ) ক্রোমোপ্লাস্ট
(গ) নিউক্লিওলাস (ঘ) নিউক্লিওপ্লাজম
১৬।
নিউক্লিওপ্লাজম মুলত কি দিয়ে তৈরী?
(ক) ক্রোমাটিন
তন্তু (খ) ক্রোমোপ্লাস্ট
(গ) নিউক্লিওলাস (ঘ) নিউক্লিওপ্লাজম
১৭। নিউক্লিয়াসে
এক বা একাধিক উজ্জ্বল গোলাকার বস্তু কোনটি?
(ক) নিউক্লিয়ার রন্ধ্র (খ) নিউক্লিওলাস
(গ) ডি এন এ (ঘ) কোনটি নয়
১৮। যে সব
লিউকোপ্লাস্ট স্টার্চ বা শ্বেতসার সঞ্চয় করে তাকে কি বলে?
(ক)
অ্যামাইলোপ্লাস্ট (খ)
ইলায়োপ্লাস্ট
(গ)
আলিউরোপ্লাস্ট (ঘ) কোনটি নয়
১৯। কোনটি
মাইটোকন্ড্রিয়ার কাজ নয়?
(ক) শ্বসন (খ) অক্সিডেটিভ ফসফোরাইলেশন
(গ)
ইলেক্ট্রন ট্রান্সপোর্ট (ঘ) প্রোটিন সংশ্লেষন
২০। কোন কোষটিতে
প্লাস্টিড বিদ্যমান?
(ক) শৈবাল (খ) ছত্রাক
(গ) ব্যাকটেরিয়া (ঘ) কোনটি নয়
২১। ক্রোমোসোম
কোনটিতে থাকেনা?
(ক) ডি এন এ (খ) আর এন এ
(গ) প্রোটিন (ঘ) লিপিড
২২। ফ্যাগোসাইটিক
প্রক্রিয়ায় জীবানু ধ্বংশ করে কোনটি?
(ক) ক্রোমোসোম (খ) লাইসোসোম
(গ) সেন্ট্রসোম (ঘ) কোনটি নয়
২৩। ডি এন এ থেকে
ডি এন এ তৈরীর প্রক্রিয়াকে বলে-
(ক) রেপ্লিকেশন (খ) ট্রান্সলেশন
(গ)
ট্রান্সক্রিপশন (ঘ)
ট্রান্সফরমেশন
২৪। কোষের মাপ
বুঝতে কোন একক ব্যবহৃত হয়?
(ক)
অ্যাংস্ট্রম (খ) মাইক্রোন
(গ) ন্যানোমিটার (ঘ) কোনটি নয়
২৫। পূর্ব সৃষ্ট
কোষ হতে নতুন কোষ সৃষ্টি হয় এই মতবাদটি
প্রথম কে আবিষ্কার করেন?
(ক) রিডলফ ডিরচো (খ)
পি.এল. স্কেলেটার
(গ) লুই পাস্তুর (ঘ) কোনটি নয়
২৬। রবার্ট হুক কোষ আবিষ্কার করেন-
(ক) ১৫৬০ খ্রীঃ (খ)
১৬৬৫ খ্রীঃ
(গ) ১৮০৫ খ্রীঃ (ঘ) ১৯৬৫ খ্রীঃ
২৭। কোষের পাওয়ার হাউজ হল-
(ক)
ক্লোরোপ্লাস্ট (খ)
মাইটোকন্ড্রিয়া
(গ) রাইবোসোম (ঘ) লাইসোসোম
২৮। থাইলাকয়েড থাকে-
(ক)
ক্লোরোপ্লাস্টে (খ)
লিউকোপ্লাস্টে
(গ)
মাইটোকন্ড্রিয়াতে (ঘ)
নিউক্লিয়াসে
২৯। ১৮৩১ খ্রীঃ নিউক্লিয়াস আবিস্কার করেন-
(ক) রবার্ট হুক (খ) রবার্ট ব্রাউন
(গ) পোর্টার (ঘ) রবার্ট কিড
৩০। প্রটিন সংগ্রহকারী লিউকোপ্লাস্টের নাম-
(ক)
এমাইলোপ্লাস্ট (খ)
ইলায়োপ্লাস্ট
(গ) এলিউরোপ্লাস্ট (ঘ) ক্লোরোপ্লাস্ট
৩১। প্রটিন সংশ্লেষনকারী ক্ষুদ্রাঙ্গের নাম-
(ক) লাইসোসোম (খ) মাইক্রোসোম
(গ) রাইবোসোম (ঘ) সেন্ট্রোসোম
৩২। কোনটি প্রানী কোষে নেই-
(ক)
ক্লোরোপ্লাস্ট (খ)
নিউক্লিয়াস
(গ) ক্রমোসোম (ঘ) সেন্ট্রসোম
৩৩। কোনটি উদ্ভিদ কোষে নেই-
(ক) নিউক্লিয়াস (খ) রাইবোসোম
(গ) সেন্ট্রসোম (ঘ) গহ্বর
৩৪। কোনটি প্রানীকোষের বৈশিষ্ট্য নয়-
(ক) কোষ প্রাচীর (খ) কোষ ঝিল্লি
(গ) সাইটোপ্লাজম (ঘ) রাইবোসোম
৩৫। কোষ ঝিল্লি কয় স্থর বিশিষ্ট?
(ক) ২ স্থর
বিশিষ্ট (খ) ৩ স্থর
বিশিষ্ট
(গ) ১ স্থর
বিশিষ্ট (ঘ) ৪ স্থর
বিশিষ্ট
৩৬। সবুজ প্লাস্টিড এর নাম কি?
(ক) লিউকোপ্লাস্ট (খ) ক্রোমোপ্লাস্ট
(গ)
ক্লোরোপ্লাস্ট (ঘ) এক্টোপ্লাস্ট
৩৭। সালোকসংশ্লেষণের ক্ষুদ্রাঙ্গ হলো-
(ক)
ক্লোরোপ্লাস্ট (খ) মাইটোকন্ড্রিয়া
(গ) রাইবোসোম (ঘ) লাইসোসোম
৩৮। রাইবোসোমের প্রধান কাজ হলো-
(ক) খাদ্য তৈরি (খ)
চর্বি তৈরি
(গ) প্রোটিন
তৈরি (ঘ)
রেচন তৈরি
৩৯। ক্রোমোসোমের
প্রধান উপকরন হলো-
(ক) DNA (খ) RNA
(গ) প্রটিন (ঘ) শর্করা
৪০। কোনটি কোষস্থ জরবস্তু-
(ক) রাইবোসোম (খ) লাইসোসোম
(গ) র্যাফাইড (ঘ)
কোষঝিল্লি
৪১। কোষ প্রাচীরের প্রধান উপাদান হলো-
(ক) লিপিড (খ) লিপোপ্রটিন
(গ) সেলুলোজ (ঘ) হেমিসেলুলোজ
৪২। নালিকাকার এন্ডোপ্লাজমিক জালিকাকে কি বলে?
(ক) সিস্টিন (খ) ক্রিস্টি
(গ) ভেসিকল (ঘ)
টিউবিউল
৪৩। এক কোষ অপর কোষের সাথে যা দিয়ে যোগাযোগ রক্ষা
করে তার নাম কি?
(ক)
মাইক্রোফাইবল (খ) প্লাজমোডেজমেটা
(গ) সাইটোনেমাটা (ঘ) সাইটোনালিকা
৪৪। ক্রিস্টি পাওয়া যায় কোথায়?
(ক) রাইবোসোমে (খ) প্লাস্টিডে
(গ)
মাইটোকন্ড্রিয়ায় (ঘ) গলডি
বস্থুতে
৪৫। মাইক্রোটিউবিউল গঠিত কি দিয়ে?
(ক) ইনসুলিন (খ) লিপোপ্রোটিন
(গ) কাইটিন (ঘ)
টিউবিউল
৪৬। আদি কোষীয় বৈশিষ্ট্য রয়েছে কোনটিতে?
(ক) ব্যাকটেরিয়া (খ) নীলাভ সবুজ শৈবাল
(গ) মিক্সোব্যাক্টেরিয়া (ঘ) সবগুলোই
৪৭। সেল মেমব্রেন এর মোট শুষ্ক ওজনের কত ভাগ
লিপিড?
(ক) প্রায় ৭০% (খ) প্রায় ৭৫%
(গ) প্রায় ১০% (ঘ)
প্রায় ৪০%
৪৮। সরলতম ফসফোলিপিড কোনটি?
(ক) ফসফোটাইডিক এসিড (খ) অ্যামাইনো
এসিড
(গ) উভয় (ঘ) কোনটিই নয়
৪৯। পিয়াজের মূলে
আর এন এ থাকে-
(ক) কোন কোন ক্ষেত্রে (খ)
সব সময়
(গ) কখন ও না (ঘ)
বেশি থাকে
৫০। সাইটোপ্লাজমিক
মাতৃকা কেমন?
(ক) কলোয়ডাল তরল (খ) কঠিন
(গ) যৌগিক (ঘ)
যুগ্ম পদার্থ
৫১। প্লাস্টিড নেই কোনটিতে?
(ক) ছত্রাক (খ)
ব্যাকটেরিয়া
(গ) ভাইরাস (ঘ)
সবগুলো
৫২। মূলে কোন প্লাস্টিড থাকে?
(ক) লিউকোপ্লাস্ট (খ)
ক্লোরোপ্লাস্ট
(গ) ক্রোমোপ্লাস্ট (ঘ)
কোনটিতে নয়
৫৩। ইলায়োপ্লাস্ট দেখা যায় কোনটিতে?
(ক) লিউকোপ্লাস্ট
(খ) ক্লোরোপ্লাস্ট
(গ) ক্রোমোপ্লাস্ট (ঘ) কোনটিতে নয়
৫৪। উচ্চ উদ্ভিদে ক্লোরোপ্লাস্ট দেখতে কেমন?
(ক) আয়তাকার (খ)
লেন্সের মত
(গ) উভয় (ঘ) সবগুলো মিথ্যা
৫৫। উচ্চ উদ্ভিদের কোষে ক্লোরোপ্লাস্ট থাকে সাধারণত-
(ক) ১-২ টি (খ) ১০-৩০ টি
(গ) ১০-৪০ টি (ঘ)
১০-৫০ টি
৫৬। পেয়ালাকার ক্লোরোপ্লাস্ট রয়েছে কোনটিতে?
(ক) Nostoc (খ)Chlamydomonas
(গ) ploysiphonia (ঘ) Spirogyra
৫৭। জালিকাকার ক্লোরোপ্লাস্ট রয়েছে কোনটিতে?
(ক) Nostoc (খ) oedogonium
(গ) ploysiphonia (ঘ) Spirogyra
৫৮। তারকাকার ক্লোরোপ্লাস্ট রয়েছে কোনটিতে?
(ক) Zygnema (খ) Nostoc
(গ) ploysiphonia (ঘ) কোনটি নয়
৫৯। আদি প্লাস্টডের ব্যাস কত?
(ক) ০.৫ মাইক্রোন (খ)
৫ মাইক্রোন
(গ) ৬ মাইক্রোন (ঘ) ৭ মাইক্রোন
৬০। আদি প্লাস্টড কার উপস্থিতিতে নতুন ক্লোরোপ্লাস্ট সৃষ্টি করে?
(ক) পানি (খ) সূর্যলোক
(গ) জলবায়ু (ঘ)
মাটি
৬১। মুক্ত রাইবোসোম কার বৈশিষ্ট্য?
(ক) প্রকৃত কোষের (খ)
আদি কোষের
(গ) জনন কোষের (ঘ)
কোনটি নয়
৬২। গলগি বস্তু উদ্ভিদ কোষে কেমন আছে?
(ক) অল্প (খ)
বশি
(গ) নাই (ঘ)
কখনো থাকে
৬৩। লাইসোসোম দেখতে কেমন?
(ক) গোলাকার (খ)
বৃত্তাকার
(গ) দন্ডাকার (ঘ)
আয়তকার
৬৪। লাইসোসোমের ব্যাস কত?
(ক) ০.১৩-০.৮ মাইক্রোন (খ)
০.২৬-০.৯ মাইক্রোন
(গ) ০.৩-৩.১০ মাইক্রোন (ঘ)
কোনটি নয়
৬৫। অটোলাইসিস দেখা যায় কোথায়?
(ক) গলগি বস্তুতে (খ)
মাইটোকন্ড্রিয়াতে
(গ) লাইসোসোমে (ঘ)
সবগুলো মিথ্যা
৬৬। ক্ষুদ্রাকৃতির টিউব সদৃশ্য ক্ষুদ্রাঙ্গ হলো-
(ক) গলগি বস্তুতে (খ)
মাইটোকন্ড্রিয়াতে
(গ) লাইসোসোমে (ঘ)
ক্লোরোপ্লাস্ট
৬৭। α—βtubulin প্রোটিন থাকে কোনটিতে?
(ক) মাইক্রোটিউবিউলসে (খ)
লাইসোসোমে
(গ) প্লাস্টেডে (ঘ)
মাইটোকন্ড্রিয়ায়
৬৮। টনোপ্লাস্ট থাকে কোথায়?
(ক) প্লাস্টডে (খ)
কোষ গহ্বরে
(গ) নিউক্লিয়াস (ঘ)মাইটোকন্ড্রিয়ার
৬৯। কোথায় নিউক্লিয়াস নেই?
(ক) সিভ কোষে (খ)
মানুষের লোহিত রক্তকনিকা
(গ) পেশি কোষ (ঘ)
কোনটি নয়
৭০। কোন কোষে একাধিক নিউক্লিয়াস থাকে?
(ক) Sphaerolea (খ) Vaucheria
(গ) Botrydium (ঘ)
সবগুলো
৭১। নিউক্লিয়াস কোষের কি পরিমান স্থান নেয়?
(ক) ১০-১৫% (খ)
২০-২৫%
(গ) ৩০-৩৫% (ঘ)
৩৫-৪৫%
৭২। মাইটোকন্ড্রিয়ার DNA কেমন?
(ক) গোলাকার (খ)
বৃত্তাকার
(গ) আয়তাকার (ঘ)
দন্ডাকার
৭৩। কোন কোষে মাইটোকন্ড্রিয়া অধিক?
(ক) যকৃত (খ)
বৃক্কে
(গ) স্নায়ু কোষে (ঘ)
মাংশ পেশিতে
৭৪। উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য কোনটি?
(ক) কোষ প্রাচীর (খ)
কোষ ঝিল্লি
(গ) লাইসোসোম (ঘ)
রাইবোসোম
৭৫। প্রানী কোষের মেমব্রেনে কি বেশি থাকে?
(ক) প্রোটিন (খ)
কোলেষ্টেরল
১.ক
|
২.খ
|
৩.গ
|
৪.ক
|
৫.ক
|
৬.ক
|
৭.ক
|
৮.ক
|
৯গ
|
১০.ক
|
১১.ঘ
|
১২.গ
|
১৩.ক
|
১৪.খ
|
১৫.খ
|
১৬.গ
|
১৭.খ
|
১৮.ক
|
১৯.ঘ
|
২০.ক
|
২১.ঘ
|
২২.খ
|
২৩.ক
|
২৪.খ
|
২৫.ক
|
২৬.খ
|
২৭.খ
|
২৮.ক
|
২৯.খ
|
|
Self-Evaluation
|
১। মিয়োসিস কোষ বিভাজনের বেলায় কোনটি ঘটেনা?
(ক) অপত্য কোষগুলোতে ক্রোমোসোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক।
(খ) প্রথম মিয়োসিস বাভাজনে ক্রোমাটিন
পৃথক হয়ে যায়।
(গ) বিভাজন শেষে চারটি অপত্য কোষের সৃষ্টি হয়।
(ঘ) মিয়োসিস কোষ বিভাজন প্রফেজ দশা দীর্ঘস্থায়ী হয়।
২। মিয়োসিসের বিশেষত্ব-
(ক) এই বিভাজনে দুটি অপত্য কোষের সৃষ্টি হয়
(খ) কোন প্রকার ক্রসিং ওভার ঘটেনা
(গ) মিয়োসিসের মাধ্যমে
প্রত্যেক্টি জীবে ক্রোমোসোম সংখ্যা নির্দিষ্ট থাকে
(ঘ) নিউক্লিয়াসের পর্যায় মাধ্যম দশা দীর্ঘস্থায়ী
৩। কোনটি সত্য?
(ক) প্রথম মিয়োসিস বিভাজনে জাইগোটিন উপদশায় ক্রসিং অভার ঘটে
(খ) সমসংস্থ ক্রোমোসোমের জোড় বাধাকে
সিনগামী বলে
(গ) প্রফেজ দশায় নিউক্লিয়াস্টিকে স্থির নিউক্লিয়াস বলে
(ঘ) একবার মিয়োসিস বিভাজনের ফলে চারটি অপত্য কোষের সৃষ্টি হয়
৪। মাইটোসিস বিভাজনের বেলায় কোনটি সত্য নয়?
(ক) প্রফেজ কোষের নিউক্লিয়াস আকারে বড় হয়
(খ) মেটাফেজে সব ক্রোমোসোম
স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে অবস্থান করে
(গ) প্রোমেটাফেজ প্রতিটি
ক্রোমাটিড একটি অপত্য ক্রোমোসোমে পরিণত হয়
(ঘ) টেলোফেজে ক্রোমোসোম গুলিতে একবার জলযোজন ঘটে
৫। মিয়োসিস কোষ বিভাজনের বেলায় কোনটি সত্য?
(ক) নিউক্লিয়াসে ক্রোমোসোম সংখ্যা অর্ধেক হয়ে
যায়
(খ) নিউক্লিয়াসে ক্রোমোসোম সমান থাকে
(গ) নিউক্লিয়াসের ক্রমোসোম দ্বিগুন হয়ে যায়
(ঘ) উপরের কোনটি নয়
৬। কেন্দ্রিকার বিভাজনকে বলা হয়-
(ক) অ্যামাইটোসিস (খ) ক্লিভেজ
(গ) সাইটোকাইনেসিস (ঘ) ক্যারিওকাইনেসিস
৭। মিয়োসিস কোষ বিভাজনে অপত্য কোষে ক্রমোসোমের সংখ্যা মাতৃকোষের-
(ক) সমান (খ)
অর্ধেক
(গ) দ্বিগুন (ঘ)
চারগুন
৮। মাইটোসিসের বেলায় কোনটি প্রযোজ্য নয়?
(ক) দেহ কোষে সংঘটিত হয়
(খ) মাতৃকোষের নিউক্লিয়াস ভেঙ্গে দুটি অপত্য নিউক্লিয়াস তৈরী হয়
(গ) অপত্য কোষের ক্রমোসোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক
(ঘ) বিবর্তনে কোন ভূমিকা নেই
৯। মায়োসিসের ফলে কি সৃষ্টি হয়?
(ক) gamete (খ) Meiocyt
(গ) Mesophyll (ঘ)
Zygote
১০. নিচের কোনটি কোষ বিভাজনকে প্রভাবিত করে?
(ক) Mitochondria (খ) Centriole
(গ) Golgibody (ঘ)
Nuclearmembrane
১১। কোষ চক্রের কত ভাগ সময় প্রস্তুতিতে ব্যয় হয়?
(ক) ৮০-৯০ (খ)
৭০-৭৫
(গ) ৯০-৯৫ (ঘ)
৮০-৮৫
১২। কোনটি মাইটোসিস কোষ বিভাজনের গতিপর্যায়?
(ক) টেলোফেজ (খ)
মেটাফেজ
(গ) এনাফেজ (ঘ)
প্রোমেটাফেজ
১৩। জীব জগতের বৈচিত্রের কারন কোনটি?
(ক) মাইটোসিস (খ)অ্যামাইটোসিস
(গ) মিয়োসিস (ঘ)
কোনটি নয়
১৪। কখন ক্রোমোসোমের মধ্যে লুপ সৃষ্টি হয়?
(ক) মাইটোসিস- মাটাফেজ (খ)
মিয়োসিস- মেটাফেজ-১
(গ) মিয়োসিস-২ এর সময় (ঘ) কোনটি নয়
১৫। ক্যাস্পেরিয়ান স্ট্রিপের কাজ-
(ক) দৃঢ়তা প্রদান (খ)
পানি চলাচলে সহায়তা করে
(গ) কোষ বিভাজনে সহায়তা (ঘ) কোন কাজ
নেই
১৬। সালামান্ডারের W.Fleming প্রথম কোষ বিভাজন প্রথম প্রত্যক্ষ
করেন
(ক) ১৯৮২ সালে (খ)
১৮৮২ সালে
(গ) ১৮৮৩ সালে (ঘ)
১৯২১ সালে
১৭। কায়েজমা সৃষ্টি হয়-
(ক) প্যাকাইটিন উপপর্যায়ে (খ)
ডিপোটিন উপপর্যায়ে
(গ) জাইগোটিন উপপর্যায়ে (ঘ) লেপ্টেটিন উপপর্যায়ে
১৮। নিউক্লিয়ার মেমব্রেনের অবলুপ্তি ঘটে-
(ক) মেটাফেজ পর্যায়ের প্রথমে (খ) প্রোফেজ পর্যায়ের শেষে
(গ) এনাফেজ পর্যায়ে (ঘ)
টেলোফেজ পর্যায়ে
১৯। মেটাকাইনাসিস ঘটে-
(ক) লেপ্টেটিন পর্যায়ে (খ) মেটাফেজ পর্যায়ে
(গ) এনাফেজ পর্যায়ে (ঘ) প্রোফেজ পর্যায়ে
২০। জনন কোষ
উৎপন্ন হয় কোন প্রক্রিয়ায়?
(ক) মাইটোসিস (খ) মিয়োসিস
(গ) অ্যামাইটোসিস
(ঘ) সাইটোকাইনেসিস
২১। ক্রোমোমিয়ার
দেখা যায় কোন উপপর্যায়ে?
(ক) জাইগোটিন (খ) ডিপোটিন
(গ) প্যাকাইটিন (ঘ) লেপ্টেটিন
২২। উদ্ভিদ কোষে
মিয়োটিক কোষ বিভাজনে DNA অনুলিপন ঘটে কোথায়?
(ক) জাইগোটিন (খ) ডায়াকাইনেসিস
(গ) লেপ্টেটিন (ঘ) প্যাকাইটিন
২৩। সাইন্যাপসিস
ঘটে কোন উপপর্যায়ে?
(ক)
লেপ্টেটিন (খ) জাইগোটিন
(গ) প্যাকাইটিন (ঘ) ডিপোটিন
২৪। মিয়োসিসের
দীর্ঘতম পর্যায় কোনটি?
(ক) প্রোফেজ-১ (খ) মেটাফেজ -১
(গ) এনাফেজ-১ (ঘ) টেলোফেজ-১
২৫। নিউক্লিয়াসের
পুনঃআবির্ভাব ঘটে কোন সময়?
(ক) প্রোফেজ (খ) মেটাফেজ
(গ) টেলোফেজ (ঘ) ইন্টারফেজ
২৬। নিউক্লিয়ার
পর্দা আবির্ভূত হয় কখন?
(ক) মেটাফেজ (খ) টেলোফেজ
(গ) প্রোফেজ (ঘ) এনাফেজ
২৭।
টার্মিনালাইজেশন হয় কোন উপপর্যায়ে?
(ক) ডিপোটিন (খ) ডায়াকাইনাসিস
(গ) প্যাকাইটিন (ঘ) জাইগোটিন উপপর্যায়ে
২৮। নিউক্লিয়াসের
বিভাজনকে কি বলে?
(ক)
ক্যারিওকাইনেসিস (খ)
সাইটোকাইনেসিস
(গ)
নিউক্লিওকাইনেসিস (ঘ)
ক্রোমিওকাইনেসিস
২৯। কোন উপপর্যায়ে
নিউক্লিয়াসকে বিপাকিয় নিউক্লিয়াস বলে?
(ক) ইন্টারফেজ (খ) মেটাফেজ
(গ) প্রফেজ (ঘ) প্রোমেটাফেজ
৩০। কোন
বিভাজনকে হ্রাস মূলক বিভাজন বলে?
(ক) মায়োসিস-১ (খ) মায়োসিস-২
(গ) মাইটোসিস (ঘ) অ্যামাইটোসিস
৩১। ক্রসিং ওভার
দেখা যায় কোন পর্যায়ে?
(ক) জাইগোটিন (খ) প্যাকাইটিন
(গ) ডিপোটিন (ঘ) ডায়াকাইনেসিস
৩২। ক্রসিং ওভার
ঘটে কার সাথে?
(ক) এক জোড়া
সমসংস্থ ক্রোমোসোমে
(খ) দুই জোড়া
সমসংস্থ ক্রোমোসোমে
(গ) ১ জোড়া
হেটারোজাইগাস ক্রোমোসোমে
(ঘ) দুইটি ভিন্ন
ক্রোমোসোমে
৩৩। কায়াজমা
স্পষ্ট দেখা যায় কোন পর্যায়ে-
(ক) জাইগোটিন (খ) প্যাকাইটিন
(গ) ডিপোটিন (ঘ) ডায়াকাইনেসিস
৩৪। দুই বা বেশি
বাহু পরস্পর অবর্তনের ফলে পাশাপাশি লুপ কত ডিগ্রি কোণে অবস্থান করে?
(ক) ৯০ ডিগ্রি (খ) ১০০ ডিগ্রি
(গ) ১২০ ডিগ্রি (ঘ) ১৮০ ডিগ্রি
৩৫।
সাইটোপ্লাজমের বিভাজনকে কি বলে?
(ক) সাইটোকাইনেসিস
(খ) ক্যারিওকাইনেসিস
(গ) উভয়ই (ঘ) কোনটি নয়
৩৬। হাওয়ার্ড ও
পেল্ক এর কোষচক্র মতে কতভাগ মাইটোসিসে ব্যয় হয়?
(ক) ৫-১০% (খ) ৫-২০%
(গ) ৬-১০% (ঘ) ৬-৩০%
৩৭। হাওয়ার্ড ও
পেল্ক এর কোষচক্র মতে কতভাগ ইন্টারফেজ দশায় ব্যয় হয়?
(ক) ৭০-৭৫ (খ) ৮০-৮৫
(গ) ৯০-৯৫ (ঘ) কোনটি নয়
৩৮। অপত্য
ক্রোমোসোমগুলো মারুর কাছাকাছি আসলে কোন পর্যায় শেষ হয়?
(ক) এনাফেজ (খ) মেটাফেজ
(গ) প্রোফেজ (ঘ) প্রো-মেটাফেজ
৩৯। মাইটোসিসের খারাপ দিক হলো-
(ক) ক্যান্সার (খ) টিউমার
(গ) উভয়ই (ঘ) কোনটি নয়
৪০। কোন কোষ
বিভাজনকে সমীকরণিক বিভাজন বলে?
(ক) মাইটোসিস (খ) মায়োসিস
(গ) অ্যামাইটোসিস
(ঘ) কোনটিই না
৪১। প্লাজমালেমা
ঝিল্লি সৃষ্টি হয় কখন?
(ক)
সাইটোকাইনেসিস (খ)
ক্যারিওকাইনেসিস
(গ) উভয়ই (ঘ) কোনটিই না
৪২। কোনটি
অ্যামাইটোসিসের বৈশিষ্ট্য নয়?
(ক) মাতৃকোষটি
সরাসরি বিভাজিত হয়
(খ) বিভাজনের
শুরুতে নিউক্লিয়াসটি লম্বা হতে থাকে
(গ) শেষ দিকে
মাকুতন্তু সৃষ্টি হয়
(ঘ) দুটি অপত্য
কোষ সৃষ্টি হয়
৪৩। মাইটোসিসের
বৈশিষ্ট্য নয় কোনটি?
(ক) মাতৃকোষে
প্রতিটি ক্রোমোসোম লম্বালম্বি বিভাজিত হয়
(খ) একটি
নিউক্লিয়াস থেকে দুটি নিউক্লিয়াস তৈরি হয়
(গ) অপত্য
নিউক্লিয়াসে ক্রোমোসোম সংখ্যা কমে যায়
(ঘ) ক্রসিং ওভার
ঘটেনা
৪৪। নিউক্লিয়াস ও
নিউক্লিয়ার ঝিল্লির সম্পুর্ন বিলুপ্তি ঘটে কোন পর্যায়ে?
(ক) প্রোফেজ (খ) মেটাফেজ
(গ) এনাফেজ (ঘ) টেলোফেজ
৪৫। ক্রোমোসোম
গুলো সবচেয়ে মোটা ও খাটো হয় কোন পর্যায়ে?
(ক) প্রোফেজ (খ) মেটাফেজ
(গ) এনাফেজ (ঘ) টেলোফেজ
৪৬। অপত্য
ক্রোমোসোম সৃষ্টি হয় মাইটোসিসের কোন
পর্যায়ে?
(ক) প্রোফেজ (খ) মেটাফেজ
(গ) এনাফেজ (ঘ) টেলোফেজ
৪৭। কোষ প্লেট
তৈরি হয় কোন পর্যায়ে?
(ক) মেটাফেজ (খ) এনাফেজ
(গ) টেলোফেজ (ঘ) সাইটোকাইনাসিস
৪৮। কোনটি
মায়োসিসের বৈশিষ্ট্য নয়?
(ক) জনন মাতৃকোষে
ঘটে খ) অপত্য কোষের নিউক্লিয়াসে
(গ) সাইন্যাপসিসে
ঘটেনা (ঘ) কায়াজমা সৃষ্টি হয়
৪৯। টেট্রাড
সৃষ্টি হয় কোন উপপর্যায়ে?
(ক) লেপ্টেটিন (খ) জাইগোটিন
(গ) প্যাকাইটিন (ঘ) ডিপোটিন
৫০। বিষুবীয়
অঞ্চলে ক্রোমোসোমের বিন্যাস্ত হয়- কোন
পর্যায়ে?
(ক) মেটাকাইনেসিস
(খ) সাইটোকাইনেসিস
(গ) অ্যামাইটোসিস
(ঘ) মিয়োসিস
(ক) ডিপোটিন,
প্যাকাইটিন, জাইগোটিন, লেপ্টেটিন, ডায়াকাইনাসিস
(খ) ডিপোটিন,
জাইগোটিন, লেপ্টেটিন, প্যাকাইটিন,
ডায়াকাইনেসিস
(গ) লেপ্টেটিন,
জাইগোটিন, প্যাকাইটিন, ডিপোটিন, ডায়াকাইনেসিস
(ঘ) প্যাকাইটিন,
জাইগোটিন, লেপ্টেটিন, ডিপোটিন, ডায়াকাইনেসিস
৫১। মিয়োসিস-১ এ
সেন্ট্রমিয়ার বিভাজিত হয়-
(ক) মেটাফেজ-১ এ (খ) এনাফেজ-১ এ
(গ) এনাফেজ-২ এ (ঘ) টেলোফেজ-২ এ
৫২। কোষ প্রাচীর
সৃষ্টি হয় কোন পর্যায়ে?
(ক) মেটাফেজ (খ) এনাফেজ
(গ) টেলোফেজ (ঘ) জাইগোটিন
৫৩। নিউক্লিয়াসের
আবির্ভাব ঘটে কোন পর্যায়ে?
(ক) প্রোফেজ (খ) মেটাফেজ
(গ) এনাফেজ (ঘ) টেলোফেজ
৫৪। ক্রোমোমিয়ার
দেখা যায় কোন উপপর্যায়ে?
(ক) জাইগোটিন (খ) ডিপোটিন
(গ)
প্যাকাইটিন (ঘ) লেপ্টেটিন
৫৫।
টাইইমিনালাইজেশন ঘটে-
(ক) ডিপোটিনে (খ) ডায়াকাইনেসিসে
(গ) প্যাকাইটিনে (ঘ) এনাফেজে
৫৬। Meiosis শব্দটি-
(ক) Greek (খ) Latin
(গ) French (ঘ) English
৫৭। মাইটোসিস এর
মেটাফেজের ক্ষেত্রে কোনটি ঠিক নয়?
(ক) নিউক্লিয়ার
মেমব্রেন ও নিউজক্লিয়াসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে
(খ) মাকুযন্ত্র
ভেঙ্গে পড়ে
(গ)
সেন্ট্রোমিয়ার বিভাজন শুরু হয়
(ঘ) ক্রোমোসোম
সবচেয়ে মোটা ও খাটো দেখা যায়
৫৮। মিয়োসিস কোষ
বিভাজনের ক্ষেত্রে কোনটি সঠিক নয়?
(ক) ক্রোমোসোম
একবার কিন্তু নিউক্লিয়াস দুবার বিভক্ত হয়
(খ) একটি মাতৃকোষ
থেকে চারটি অপত্য কোষের সৃষ্টি হয়
(গ) অপত্য কোষের
ক্রোমোসোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক
(ঘ) প্রোফেজ
দশাটি ক্ষনস্থায়ী হয়
৫৯। মিয়োসিসের
ক্ষেত্রে কোন উক্তিটি সঠিক নয়?
(ক) জনুক্রমের
ক্ষেত্রে মিয়োসিসের প্রত্যক্ষ ভুমিকা রয়েছে
(খ) মেন্ডেলের
সূত্রের ব্যাখ্যা মিয়োসিস ছাড়া সম্ভব নয়
(গ) মিয়োসিসের
প্যাকাইটিনে ক্রসিং ওভার ঘটে
(ঘ) জীবদেহের
ক্ষত স্থান পূরণে মিয়োসিস অপরিহার্য
৬০। কোনটি
অ্যামাইটোসিসের বৈশিষ্ট্য নয়?
(ক) এই প্রকৃয়ার
মাধ্যমে দুটি অপত্য নিউক্লিয়াস এবং দুটি অপত্য কোষের সৃষ্টি হয়
(খ) উচু শ্রেনীর
জীবের দেহকোষ এই প্রকৃয়ায় বিভাজিত হয়
(গ) এর মধ্যে কোন
জটিল মাধ্যমিক পর্যায় থাকেনা
(ঘ) উদ্ভিদ দেহের
একটি কোষ বিভাজনের প্রকৃয়া
৬১। কোনটি সত্য
নয়-
(ক) ইন্টারফেজ
নিউক্লিয়াসের বিশ্রাম দশা
(খ) মাইটোসিস
প্রকৃয়া শুরুর আগে ইন্টারফেজ অবস্থা বজায় থাকে
(গ) মাইটোসিস
দুটি অর্থাৎ ক্যারিওকাইনেসিস ও সাইটোকাইনেসিস অংশে বিভক্ত
(ঘ) মাইটোসিস
প্রকৃয়াটি ক্যারিওকাইনেসিস অংশে সীমাবদ্ধ
৬২। যেটি
সেন্ট্রমিয়ারের বেলায় সঠিক নয়-
(ক) ইহাতে সেন্ট্রিওল
অনুপস্থিত
(খ) ইহা DNA প্রোটিন দ্বারা গঠিত
(গ) ইহা
সাইটোপ্লাজমিক অঙ্গানু
(ঘ) এটি উদ্ভিদ ও
প্রানী উভয় কোষে পাওয়া যায়
৬৩। মাইটোসিসের
কোন দশায় নিউক্লিয়ার ঝিল্লি বিলুপ্ত হয়?
(ক) প্রোফেজ (খ) প্রোমেটাফেজ
(গ) মেটাফেজ (ঘ) এনাফেজ
অধ্যায়-৩ (কোষ
রসায়ন)
Self-Evaluation
|
১। কাঠের কতভাগ সেলুলোজ?
(ক) ৩০% (খ)
৪০%
(গ) ৫০% (ঘ) ৬০%
২। মানুষের অন্ত্রে বা পাকস্থলীতে সেলুলোজ এঞ্জাইম রয়েছে-
(ক) সত্য (খ) মিথ্যা
(গ) কখনও দেখা যায় (ঘ)
কখনও দেখা যায় না
৩। বস্ত্র বা বন শিল্পের প্রধান উপাদান কি?
(ক) সেলুলোজ (খ)
কাইটিন
(গ) উভয় (ঘ) কোনটিই নয়
৪। গাইকোজেন হলো-
(ক) অলিগোস্যাকারাইড (খ)
পলিস্যাকারাইড
(গ) মনোস্যাকারাইড (ঘ) কোনটিই নয়
৫। লিপিড গঠিত হয় কি দিয়ে?
(ক) গ্লিসারল ও ফ্যাটি এসিড (খ)
গ্লিসারল ও প্রোটিন
(গ) প্রোটিন ও শর্করা (ঘ) সবগুলো নিয়ে
৬। তেলের অধিকাংশ ফ্যাটি এসিডই-
(ক) সম্পৃক্ত (খ)
অসম্পৃক্ত
(গ) ক+খ (ঘ) কোনটিই নয়
৭। ওয়াক্স রাসায়নীক ভাবে নিস্ক্রিয় কারণ-
(ক) হাইড্রোকার্বনের ডবল বন্ড
থাকেনা(খ) থাকে
(গ) একক বন্ড থাকে (ঘ) থাকেনা
৮। ফস্ফোলিপিড থাকে কোনটিতে?
(ক) মাইটোকন্ড্রিয়া (খ)
ক্লোরোপ্লাস্ট, টনোপ্লাস্ট, নিউক্লিয়ার পর্দা
(গ) এন্ডোপ্লাজমিক রেডিকুলাম (ঘ) সবগুলোতে
৯। কোলেস্টেরল পাওয়া যায়-
(ক) আলু (খ) চুপড়ি আলু
(গ) উভয় (ঘ) কোনটিই নয়
১০। ঈষ্টে পাওয়া যায়-
(ক) প্রোটিন (খ)
লিপিড
(গ) আর্গষ্টেরল (ঘ)
কোনটিই নয়

No comments